রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো তিন ইটভাটা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার ধামরাইয়ে চলতি মাসের প্রথম দিকে চিমনিসহ সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। এরপর আবার সেই ইটভাটার চিমনি গড়ে তোলায় গতকাল উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় ধামরাইয়ের ডাউটিয়া এলাকার মেসার্স হালিমা ব্রিকস, সান ব্রিকস ও জালসা এলাকার মেসার্স এএবি ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার অভিযানের নেতৃত্ব দেন।

জানা যায়, গত ১, ২ ও ৮ অক্টোবর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিন দিয়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকার মেসার্স হালিমা ব্রিকস, মেসার্স ডাউটিয়া ব্রিকস, মেসার্স সান ব্রিকস, নান্নার এলাকার মেসার্স একতা ব্রিকস ও মেসার্স এমকেবি ব্রিকস, মধুডাঙ্গা এলাকার মেসার্স নুর ব্রিকস ও সানোড়া ইউনিয়নের মেসার্স লুৎফর ব্রিকস সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়। কয়েকদিন পরই আবার এই সাতটির মধ্যে পাঁচটিই নতুন করে প্রশাসনের অনুমতি ছাড়াই ইট পোড়ানোর প্রস্তুতি নেয়।

ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, এ এলাকার অর্ধশতাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর