বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বপ্ন ছিল পরিবারের হাল ধরার, এখন শিকলবন্দি

নওগাঁ প্রতিনিধি

স্বপ্ন ছিল পরিবারের হাল ধরার, এখন শিকলবন্দি

ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন বেলায়েত আহমেদ (২৫)। দারিদ্র্র্য ঘিরে থাকলেও পড়াশোনা ছাড়েননি। আশা ছিল, লেখাপড়া শেষে চাকরি করে ছোট দুই ভাইয়ের দায়িত্ব নেবেন। হাল ধরবেন সংসারের। স্বপ্ন পূরণে ভর্তি হন রাজশাহী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ভালোভাবেই শেষ করেন ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স। এরপর হঠাৎ মানসিক ভারসাম্য হারালে পাল্টে যায় সবকিছু। শিকলবন্দি হয়ে পড়ে বেলায়েতের স্বপ্ন। জানা যায়, পড়াশোনা শেষে রাজশাহীতে মেসে থেকে চাকরির খোঁজ করছিলেন বেলায়েত। এক দিন বাড়িতে খবর আসে বেলায়েত অস্বাভাবিক আচরণ করছেন। এরপর থেকে পরিবারের সিদ্ধান্তে তার ঠিকানা হয় গ্রামের বাড়িতে। পাঁচ বছর ধরে শিকলবন্দি দিন কাটছে। স্বজনরা বলছেন, বেঁধে না রাখলে সে বাড়ির সব ভেঙে তছনছ করে ফেলে। অকারণে পরিবারের সদস্য ও গ্রামের লোকজনকে মারধর করেন। সবার অজান্তে সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ ভয়ে বেলায়েতকে শিকলবন্দি করে রাখতে হয়। বেলায়েতের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দকালনা গ্রামে।

সর্বশেষ খবর