রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চারঘাটে স্থলবন্দর চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে স্থলবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার সারদা ট্রাফিক মোড়ে সীমান্ত উন্নয়ন সমন্বয় কমিটির ব্যানারে গতকাল মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ভারতের গঙ্গা আর এদেশের পদ্মা দুই দেশের অন্তরায়। রাজশাহী তার কোল ঘেঁষে দাঁড়িয়ে। ভারতের প্রস্তাবিত স্থান কাগমাড়ির সাহেব নগরের সঙ্গে সারদা ট্রাফিক মোড়ের দূরত্ব মাত্র ৫-৬ কিলোমিটার। ওই স্থানটি এক সময় ভারতের জলঙ্গী থানাধীন ছিল, যা বর্তমান সাহেব নগর থানার অধীনে রয়েছে। সেই সূত্র ধরে স্থল বন্দরটি সারদা ট্রাফিক মোড় এলাকায় স্থাপনার জন্য দাবি জানায় স্থানীয়রা। রাজশাহী সীমান্ত উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি মাসুদ রানা জানান, সরকার যদি সারদার ট্রাফিক মোড় সংলগ্ন এলাকা স্থলবন্দর স্থাপনের জন্য নির্বাচন করে তাহলে সময়, অর্থ দুটিই কম লাগবে। স্থলবন্দর স্থাপনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, চারঘাট উপজেলায় একটি স্থলবন্দর স্থাপনার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন।  রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে এ বন্দর।

এই বিষয়ে ভারতের স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন, এখন দুই দেশের সরকারের সমীক্ষা পর্যায়ে আছে।

সর্বশেষ খবর