শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাজে আসছে না কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড

নওগাঁ প্রতিনিধি

নির্ভরযোগ্য কৃষি আবহাওয়াবিষয়ক তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁয় স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড ও রেইনগেজ মিটার। কিন্তু বোর্ডটি স্থাপনের চার বছরে কৃষকদের তেমন কোনো কাজে আসছে না। আবহাওয়ার পূর্বাভাস জানতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি ও কৃষকের অভূতপূর্ব উন্নয়ন হবে, এগিয়ে যাবে অর্থনীতি। কৃষি সার্ভিস তথ্য সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়াবিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময় মতো পৌঁছে দেওয়া কৃষিপ্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রতিকূল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে তেমনি অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে।

সর্বশেষ খবর