গাজীপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে গতকাল শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকার সরকার বাড়ির পুকুরে লাশ পাওয়া যায়। নিহতের নাম মোহাম্মদ আলী (৭)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মাইজপাড়া এলাকার আয়নাল হকের ছেলে। পুলিশ জানায়, শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।