সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

১৮ কোটি টাকার বিল বকেয়া, পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দিনাজপুর প্রতিনিধি

১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দিনাজপুর পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো। সম্প্রতি বিকালে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে নিশ্চিত করেন নেসকো দিনাজপুর-২ এর নির্বাহী প্রকৌশলী এ কে এম শাহাদৎ হোসেন। এক যুগের অধিক সময় ধরে এ পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎসংযোগ বিচ্ছন্ন করায় পৌরভবনের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভ্যাকসিন ও টিকা রয়েছে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন করায় পৌরভবন অন্ধকারে। পৌরসভার টিকা, জন্মনিবন্ধন কর্যক্রমসহ সব সেবা বন্ধ আছে। জরুরি প্রয়োজনে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। পিডিবির বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো দিনাজপুর-২ এর নির্বাহী প্রকৌশলী এ কে এম শাহাদৎ হোসেন বলেন, বকেয়া বিলের জন্য সম্প্রতি পৌরভবনের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। রাস্তার ওপরে খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। ঠিকমতো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি পৌরসভা। সংযোগ বিচ্ছিন্ন পর কিছু বকেয়া পরিশোধ করায় পুনরায় সংযোগ দেওয়া হয়।

 ১৮ কোটি টাকা।

দেনদরবার করেও বিদ্যুৎ বিল আদায় করতে পারেনি নেসকো। একাধিকবার নোটিসও পাঠানো হয়। এরপরও পৌর কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ করেনি। ফলে গত মঙ্গলবার পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সর্বশেষ খবর