তিন জেলায় সড়কে এনজিও কর্মীসহ তিনজন নিহত। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : বিরল উপজেলার ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী দ্বীনি আর্জুম নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেলে তার মৃত্যু হয়।
রাজবাড়ী : বালিয়াকান্দি উপজেলায় ছেলের খাবার নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মাজেদ মোল্লা। উপজেলার নারুয়া মধুপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সকালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক রিয়াদ হোসেনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে চালকের সহকারী শামীম হোসেন।