দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটকসহ নিহত হয়েছেন ১০ জন। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নেত্রকোনা : রবিবার রাতে দুর্গাপুর উপজেলার ফান্দাবাজার এলাকায় মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন জয়নাল আবেদীন (৭০) নামে এক পথচারী। একই সময় মোহনগঞ্জের পৌর শহরে ট্রাকচাপায় বকুলা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম আবুল কালাম।
সিলেট : সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের গোলাপগঞ্জের হিলালপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত জগরুল হোসাইন (৪২) দক্ষিণ সুরমার কুচাই দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দ। চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে গতকাল বাসচাপায় মুহাম্মদ ওসমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার মির্জাহাট এলাকায়। বগুড়া : রবিবার রাতে ধুনট উপজেলার পিরহাটি তালতলা এলাকায় ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হন। ঝিনাইদহ : কালীগঞ্জের আলাইপুর ব্রিজ এলাকায় ভোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নুর ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার বন্ধু গাড়িচালক জাহিদুর আহত হয়েছেন। মাদারীপুর : শিবচরের এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় লাল মিয়া তালুকদার (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে এক্সপ্রেসওয়ে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাটোর : সিংড়ায় বাসের চাপায় বিপ্লব সরকার (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় সকালে নিহত হয়েছেন অটোরিকশা যাত্রী রবিউল মাতুব্বর (২৪)। কলাপাড়া (পটুয়াখালী) : রবিবার রাতে ঘন কুয়াশায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অনুপ মন্ডল নামে আরেক যুবক।