শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নাটোর-লালমনিরহাটে আঞ্চলিক ইজতেমা

নাটোর ও লালমনিরহাট প্রতিনিধি

নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক তাবলিগ জামাতের ইজতেমা শুরু হয়েছে। শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া বিলে গতকাল বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শীত উপেক্ষা করে এ দিন ভোর থেকে নাটোর জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেন। ইজতেমায় সৌদি আরব, সুদান, মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারত থেকে ৫০-৬০ জন মেহমান এসেছেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা রয়েছেন। আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের আঞ্চলিক ইজতেমা শেষ হবে। এদিকে লালমনিরহাট জেলা ইজতেমা গতকাল শুরু হয়েছে ধরলা নদীর তীরে। প্রথম দিনে মুসল্লির ঢল নেমেছে ইজতেমা প্রাঙ্গণে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মুসল্লি ছুটছেন ইজতেমা মাঠে। ধরলা নদীর অববাহিকায় মোটা বালুর ওপরে নির্মিত বিশাল প্যান্ডেল সবার নজর কেড়েছে। আগামীকাল বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

 

সর্বশেষ খবর