চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রহনপুর কলেজ মোড়ের রেললাইনে শুয়ে থাকার সময় আমিনুল ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্যান্ট থেকে মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধারসহ তার পরিবারের লোকজনকে খবর দেন। এলাকাবাসী জানায়, আমিনুল এর আগেও বাড়ি থেকে বের হয়ে কিছুদিন নিখোঁজ ছিল। রহনপুর রেলওয়ে পুলিশের এএসআই কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কারণ সে ট্রেন লাইনের ওপরে যেভাবে শুয়েছিল তাতে মনে হচ্ছে সে আত্মহত্যা করার জন্যই এখানে এসেছিল।