বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এলাকায় গ্রেফতার আতঙ্ক

গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এলাকায় গ্রেফতার আতঙ্ক

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে বকুল মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। গত সোমবার রাতে নিহত বকুল মিয়ার স্ত্রী রেবেকা খাতুন বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর থেকে ওই এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, গণপিটুনিতে নিহতের ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। গ্রামবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, গত রবিবার রাতে উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুচোর সন্দেহে বকুল নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ গুরুতর আহত ওই যুবককে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে বকুলের মৃত্যু হয়। বকুল মিয়া (৩৬) নাটোরের সিংড়া থানার কদমা এলাকার মোহম্মদ আলীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর