বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনুর হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় ভাণ্ডার কাফুড়া এলাকার বিএনপি নেতা মতিউর রহমান মতি, শাহজাহান আলী, আল আমিন, ইউসুফ আলী ও কাসেম আলীর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তাদেরও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক, সহসভাপতি আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু প্রমুখ।
সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহজামাল সিরাজী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক পরিমল দত্ত, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা মতিউর রহমান মতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এ ছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে আমরা অভিভূত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের মতো সবাইকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু জানান, ওইসব ব্যক্তি কোনো দিনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা মূলত আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে শুনেছি। এ ছাড়া খানপুর ইউনিয়নে আমাদের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। সেখানে তাদের কোনো নাম নেই বলেও দাবি করেন তিনি।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        