সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, ভোগান্তি

রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৯টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে দুটি ফেরি। গতকাল সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সারা রাত ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি সৃষ্টি হয়। অনেক যাত্রী বিশ্ব ইজতেমায় যেতে চেয়েছিলেন তারা যেতে পারেনি। ঢাকাগামী ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, সারারাত ফেরি বন্ধে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। রাতের মধ্যে আমাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। যেতে পারিনি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, সারারাত ফেরি বন্ধ ছিল। যাত্রী ও চালকদের ভোগান্তি হয়েছে। অনেক যাত্রী পদ্মা সেতু হয়ে ঢাকায় চলে গিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর