মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পবিপ্রবিতে কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় চাকরিতে তিনটি পর্যায়োন্নয় দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তারা। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তারা কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেছে। পবিপ্রবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো. সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্ব করেন। এ অবস্থান ধর্মঘটের সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- মিজানুর রহমান টমাস, মো. আতাউর রহমান, জসিম উদ্দিন বাদল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, অবিলম্বে বৈষম্যমূলক আচরণ বন্ধ, কর্মকর্তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিজেন্ট বোর্ডে কর্মকর্তাদের পর্যায়োন্ননের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের কথা থাকলেও অদৃশ্য কারণে অনুমোদন না হওয়ায় কর্মকর্তারা আজকের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আল্টিমেটাম দেয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর