শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় পিকআপ ভ্যান চাপায় সেলিনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ শহরের লতিফ হোসেন, জহিরুল শেখ, বগুড়ার আবদুল সালাম ও টাঙ্গাইলের মিন্টু মিয়া। র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন জানান, বুধবার ভোরে চোররা পঞ্চসারটিয়া গ্রামের গৃহবধূ সেলিনার গোয়াল ঘর থেকে দুটি গরু পিকআপে তুলে পালানোর চেষ্টা করে। টের পেয়ে ওই গৃহবধূসহ তার ছেলেরা পিকআপের সামনে দাঁড়ান। এ সময় চোররা তাদের ওপর দিয়ে গাড়ি তুলে দেয়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে সেলিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে ওয়ালিদ গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চোররা চরসারটিয়া এলাকায় পিকআপটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মামলা করেছেন।

 

সর্বশেষ খবর