চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ইলিয়াস আলীর বিরুদ্ধে ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে (৪০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা মহল্লায় গতকাল সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। জানা যায়, শিয়ালা গাবতলা মহল্লার গোলাম মোস্তফার ছেলে ইলিয়াস আলীর সঙ্গে তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনের বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য তাদের চাচা বুধবার রাত ৯টার দিকে বৈঠকে বসে ব্যর্থ হন। গতকাল সকাল ৮টার দিকে ইলিয়াস ছোট ভাই মিলনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।