সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএসএফের গ্রেনেডে কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ছোড়া সাউন্ড গ্রেনেডে আজিজার রহমান (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া এলাকার মেইন পিলার ৪২২-এর সাব পিলার ২৪-সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত আজিজার রহমান কাকপাড়া এলাকার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, এ ঘটনায় ডাকা পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে। সাতমেরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, সকালে অন্য শ্রমিকের সঙ্গে আজিজার ভারতীয় সীমান্তঘেঁষা করতোয়া নদীতে বোরো ধান রোপণ করতে যান। দুপুরে হঠাৎ একজন বিএসএফ সদস্য তাঁর দিকে একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বিজিবির মীরগড় বিওপির এক কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর তারা প্রতিবাদ জানিয়ে বিএসএফের বর্মণবস্তি ক্যাম্পের সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক ডাকেন। বৈঠকে তাঁরা বিষয়টি অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর