মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যাংক কর্মকর্তা হত্যায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহাদৎ হোসেন প্রামাণিক গতকাল এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ড পাওয়া আসামি রিপন পাল।

মৌলভীবাজার সদর উপজেলার মনোহরকোনা গ্রামের রবীন্দ্র কুমার পালের ছেলে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল ও তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ জুন রাতে মৌলভীবাজারের শমশেরনগর সড়কে আসামিরা প্রণজিত পালকে রিকশা থেকে নামিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর