শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পবিপ্রবি কর্মকর্তা কর্মচারীদের হামলা পাল্টা হামলা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়ন ইস্যুতে চলমান কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের দশম দিনে গতকাল দুই গ্রুপে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি পর্যায়োন্নয়ন ইস্যুতে পবিপ্রবি কর্মকর্তা অ্যাসোসিয়েশন সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক ওয়াজকুরুনীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা গত ৩০ জানুয়ারি থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। আন্দোলনের নবম দিনে রেজিস্ট্রারের অপসারণ ঘোষণা দিলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়। সাইদুর রহমান জুয়েল সমর্থিতরা গতকাল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম সমর্থিতরা প্রতিবাদ জানিয়ে আন্দোলন বর্জনের ঘোষণা দিলে দুই গ্রুপে হামলা-পাল্টা হামলা হয়।

সর্বশেষ খবর