শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ

নেত্রকোনা প্রতিনিধি

হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ

নেত্রকোনার হাওরাঞ্চলের একমাত্র ফসল বোরো। বীজতলা স্থাপনের কাজ শেষে এবার জমিতে হাল দিতে ব্যস্ত কৃষক। যেখানে পানি সরে যাচ্ছে সেখানেই পরিবারের সবাইকে নিয়ে মাঠে নেমে পড়েছেন কৃষক।  হাওর ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারও কৃষকরা বোরো আবাদে মাঠে নেমেছেন। হাওরের ভিতরের কিছু এলাকায় পানি না নামায় শুধু উঁচু জমিতেই শুরু হয়েছে পুরোদমে চাষাবাদ। খারিয়াজুরীর চাকুয় ইউনিয়নের কৃষক মন্তোস দাস জানান, হাওরের নিচের এলাকাগুলোতে মাছের জন্য প্রভাবশালীরা আটকে রাখায় দেরিতে পানি নামে। মোহনগঞ্জের কৃষক সিদ্দিকুর রহমান জানান, তাদের এলাকার পানি দ্রুত নেমে যাওয়ায় জমিতে সেচ দিতে হচ্ছে মেশিনে। ফলে খরচ বাড়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, এ বছর নেত্রকোনায় ১ লাখ ৮৪ হাজার, ৪৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ ভাগে ধানের চারা রোপণ হয়ে পড়েছে। এবার বীজতলা নষ্ট না হওয়ায় সময়মতো চাষাবাদ সম্পন্ন হচ্ছে। এদিকে হাওর রক্ষাবাঁধ নির্মাণ- মেরামতেও এবার মনিটরিং কমিটি কাজ করছে। আশা করা যাচ্ছে কৃষকরা পুরো ধানই ঘরে তুলতে পারবেন। তিনি আরও জানান, কৃষক ভাইয়েরা ধানের জাত ২৮ এর পরিবর্তে ব্রি ধান ৮৮ চাষ করলে ফলন বাড়বে। এর জীবনকালও কম। ২৮ জাত পাকতে ১৪৫ দিন সময় লাগলেও ব্রি ধান ৮৮ ১৪০ দিনেই কাটা সম্ভব হয়। তিন-চার দিনও যদি এগিয়ে যায় হাওরে তবে এটাই লাভ। কেননা পানি হুট করে চলে আসে।

 

 

সর্বশেষ খবর