শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাঁধে অনিয়ম হলে ছাড় নয় : শামীম

নেত্রকোনা প্রতিনিাধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, হাওরাঞ্চলে কৃষকদের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বাঁধ নির্মাণে কোনো প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনাসহ সারা দেশে দখল হওয়া সব নদ-নদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোনার হাওরসহ আটপাড়া মগড়া নদীর বাঁধ পরিদর্শন শেষে গতকাল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় আগামী ৭ মার্চের মধ্যে নেত্রকোনার ২০৬টি পিআইসির কাজই সম্পন্ন করার নির্দেশনাও দেন। উপমন্ত্রী বলেন, বাঁধে এবার কোনো রকম অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর