ফেনী শহরের স্টেশন রোডের শত বছরের একটি রাস্তা হঠাৎ বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৩৫টি পরিবারের শতাধিক সদস্য চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে তারা পৌর মেয়র, কাউন্সিলরসহ অনেকের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী মজিবুল হক জাফর, শাহরিয়ার আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোহন, আবু মঞ্জুর ভূইয়া, ইলয়াছ ভূইয়া ও জামাল উদ্দিন বলেন, তারা সবাই ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের সাবেক ফেনী লাইব্রেরির পাশের গলির বিভিন্ন বাড়ির মালিক। রাস্তাটি নির্মাণাধীন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুব পাশ দিয়ে দক্ষিণ দিকে ফেনী পাইলট হাই স্কুল মসজিদ পর্যন্ত গেছে। এ রাস্তার আশপাশে রয়েছে সাতটি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সাত বাড়িতে বর্তমানে রয়েছে ৩৫টি পরিবার। গত ১৮ জানুয়ারি রাস্তার একেবারে মুখের বাড়ির মালিক স্টেশন রোডের বদিউল আলমের স্ত্রী রশিদা খানম বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ৩৫টি পরিবার খুব সমস্যায় পড়েছে। এ রাস্তা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনের সংযোগও রয়েছে। তারা আরও জানান, কিছুদিন আগে অভিযুক্ত রশিদা বেগমের এক মেয়ে মারা গেলে তিনি স্থানীয় কাউকে না জানিয়ে তাদের বাসার পাশে অন্যের বাড়ি ঘেঁষে লাশ দাফন দেন। তখন এলাকাবাসী তাকে এখানে মেয়েকে কবর দিতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ওই ঘটনার দুই দিন পরই তিনি হঠাৎ লোক দিয়ে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেড়া দেন। স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, রশিদা এর আগেও কয়েকবার এ রাস্তা ব্যবহারে লোকজনকে বাধা দিয়েছেন। পৌর কাউন্সিলর ও কমিশনাররাও এর সমাধান করতে পারেননি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। খোকন হাজারী আরও বলেন, ঘটনাটি আমাদের অভিভাবক নিজাম হাজারী এমপিকে জানানো হয়েছে। তিনি বর্তমানে বিদেশ আছেন। দেশে ফিরে সুরাহা করে দেবেন।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!