ফেনী শহরের স্টেশন রোডের শত বছরের একটি রাস্তা হঠাৎ বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৩৫টি পরিবারের শতাধিক সদস্য চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে তারা পৌর মেয়র, কাউন্সিলরসহ অনেকের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী মজিবুল হক জাফর, শাহরিয়ার আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোহন, আবু মঞ্জুর ভূইয়া, ইলয়াছ ভূইয়া ও জামাল উদ্দিন বলেন, তারা সবাই ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের সাবেক ফেনী লাইব্রেরির পাশের গলির বিভিন্ন বাড়ির মালিক। রাস্তাটি নির্মাণাধীন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুব পাশ দিয়ে দক্ষিণ দিকে ফেনী পাইলট হাই স্কুল মসজিদ পর্যন্ত গেছে। এ রাস্তার আশপাশে রয়েছে সাতটি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সাত বাড়িতে বর্তমানে রয়েছে ৩৫টি পরিবার। গত ১৮ জানুয়ারি রাস্তার একেবারে মুখের বাড়ির মালিক স্টেশন রোডের বদিউল আলমের স্ত্রী রশিদা খানম বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ৩৫টি পরিবার খুব সমস্যায় পড়েছে। এ রাস্তা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনের সংযোগও রয়েছে। তারা আরও জানান, কিছুদিন আগে অভিযুক্ত রশিদা বেগমের এক মেয়ে মারা গেলে তিনি স্থানীয় কাউকে না জানিয়ে তাদের বাসার পাশে অন্যের বাড়ি ঘেঁষে লাশ দাফন দেন। তখন এলাকাবাসী তাকে এখানে মেয়েকে কবর দিতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ওই ঘটনার দুই দিন পরই তিনি হঠাৎ লোক দিয়ে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেড়া দেন। স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, রশিদা এর আগেও কয়েকবার এ রাস্তা ব্যবহারে লোকজনকে বাধা দিয়েছেন। পৌর কাউন্সিলর ও কমিশনাররাও এর সমাধান করতে পারেননি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। খোকন হাজারী আরও বলেন, ঘটনাটি আমাদের অভিভাবক নিজাম হাজারী এমপিকে জানানো হয়েছে। তিনি বর্তমানে বিদেশ আছেন। দেশে ফিরে সুরাহা করে দেবেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল