ফেনী শহরের স্টেশন রোডের শত বছরের একটি রাস্তা হঠাৎ বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৩৫টি পরিবারের শতাধিক সদস্য চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে তারা পৌর মেয়র, কাউন্সিলরসহ অনেকের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী মজিবুল হক জাফর, শাহরিয়ার আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোহন, আবু মঞ্জুর ভূইয়া, ইলয়াছ ভূইয়া ও জামাল উদ্দিন বলেন, তারা সবাই ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের সাবেক ফেনী লাইব্রেরির পাশের গলির বিভিন্ন বাড়ির মালিক। রাস্তাটি নির্মাণাধীন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুব পাশ দিয়ে দক্ষিণ দিকে ফেনী পাইলট হাই স্কুল মসজিদ পর্যন্ত গেছে। এ রাস্তার আশপাশে রয়েছে সাতটি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সাত বাড়িতে বর্তমানে রয়েছে ৩৫টি পরিবার। গত ১৮ জানুয়ারি রাস্তার একেবারে মুখের বাড়ির মালিক স্টেশন রোডের বদিউল আলমের স্ত্রী রশিদা খানম বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ৩৫টি পরিবার খুব সমস্যায় পড়েছে। এ রাস্তা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনের সংযোগও রয়েছে। তারা আরও জানান, কিছুদিন আগে অভিযুক্ত রশিদা বেগমের এক মেয়ে মারা গেলে তিনি স্থানীয় কাউকে না জানিয়ে তাদের বাসার পাশে অন্যের বাড়ি ঘেঁষে লাশ দাফন দেন। তখন এলাকাবাসী তাকে এখানে মেয়েকে কবর দিতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ওই ঘটনার দুই দিন পরই তিনি হঠাৎ লোক দিয়ে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেড়া দেন। স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, রশিদা এর আগেও কয়েকবার এ রাস্তা ব্যবহারে লোকজনকে বাধা দিয়েছেন। পৌর কাউন্সিলর ও কমিশনাররাও এর সমাধান করতে পারেননি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। খোকন হাজারী আরও বলেন, ঘটনাটি আমাদের অভিভাবক নিজাম হাজারী এমপিকে জানানো হয়েছে। তিনি বর্তমানে বিদেশ আছেন। দেশে ফিরে সুরাহা করে দেবেন।
শিরোনাম
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর