ফেনী শহরের স্টেশন রোডের শত বছরের একটি রাস্তা হঠাৎ বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৩৫টি পরিবারের শতাধিক সদস্য চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে তারা পৌর মেয়র, কাউন্সিলরসহ অনেকের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী মজিবুল হক জাফর, শাহরিয়ার আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোহন, আবু মঞ্জুর ভূইয়া, ইলয়াছ ভূইয়া ও জামাল উদ্দিন বলেন, তারা সবাই ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের সাবেক ফেনী লাইব্রেরির পাশের গলির বিভিন্ন বাড়ির মালিক। রাস্তাটি নির্মাণাধীন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুব পাশ দিয়ে দক্ষিণ দিকে ফেনী পাইলট হাই স্কুল মসজিদ পর্যন্ত গেছে। এ রাস্তার আশপাশে রয়েছে সাতটি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সাত বাড়িতে বর্তমানে রয়েছে ৩৫টি পরিবার। গত ১৮ জানুয়ারি রাস্তার একেবারে মুখের বাড়ির মালিক স্টেশন রোডের বদিউল আলমের স্ত্রী রশিদা খানম বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ৩৫টি পরিবার খুব সমস্যায় পড়েছে। এ রাস্তা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনের সংযোগও রয়েছে। তারা আরও জানান, কিছুদিন আগে অভিযুক্ত রশিদা বেগমের এক মেয়ে মারা গেলে তিনি স্থানীয় কাউকে না জানিয়ে তাদের বাসার পাশে অন্যের বাড়ি ঘেঁষে লাশ দাফন দেন। তখন এলাকাবাসী তাকে এখানে মেয়েকে কবর দিতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ওই ঘটনার দুই দিন পরই তিনি হঠাৎ লোক দিয়ে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেড়া দেন। স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, রশিদা এর আগেও কয়েকবার এ রাস্তা ব্যবহারে লোকজনকে বাধা দিয়েছেন। পৌর কাউন্সিলর ও কমিশনাররাও এর সমাধান করতে পারেননি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। খোকন হাজারী আরও বলেন, ঘটনাটি আমাদের অভিভাবক নিজাম হাজারী এমপিকে জানানো হয়েছে। তিনি বর্তমানে বিদেশ আছেন। দেশে ফিরে সুরাহা করে দেবেন।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
শত বছরের রাস্তায় বেড়া ভোগান্তি ৩৫ পরিবারের
জমির বেগ, ফেনী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর