ফেনী শহরের স্টেশন রোডের শত বছরের একটি রাস্তা হঠাৎ বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৩৫টি পরিবারের শতাধিক সদস্য চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে তারা পৌর মেয়র, কাউন্সিলরসহ অনেকের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগী মজিবুল হক জাফর, শাহরিয়ার আহমেদ, মহিউদ্দিন আহমেদ মোহন, আবু মঞ্জুর ভূইয়া, ইলয়াছ ভূইয়া ও জামাল উদ্দিন বলেন, তারা সবাই ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের সাবেক ফেনী লাইব্রেরির পাশের গলির বিভিন্ন বাড়ির মালিক। রাস্তাটি নির্মাণাধীন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুব পাশ দিয়ে দক্ষিণ দিকে ফেনী পাইলট হাই স্কুল মসজিদ পর্যন্ত গেছে। এ রাস্তার আশপাশে রয়েছে সাতটি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সাত বাড়িতে বর্তমানে রয়েছে ৩৫টি পরিবার। গত ১৮ জানুয়ারি রাস্তার একেবারে মুখের বাড়ির মালিক স্টেশন রোডের বদিউল আলমের স্ত্রী রশিদা খানম বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ৩৫টি পরিবার খুব সমস্যায় পড়েছে। এ রাস্তা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনের সংযোগও রয়েছে। তারা আরও জানান, কিছুদিন আগে অভিযুক্ত রশিদা বেগমের এক মেয়ে মারা গেলে তিনি স্থানীয় কাউকে না জানিয়ে তাদের বাসার পাশে অন্যের বাড়ি ঘেঁষে লাশ দাফন দেন। তখন এলাকাবাসী তাকে এখানে মেয়েকে কবর দিতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ওই ঘটনার দুই দিন পরই তিনি হঠাৎ লোক দিয়ে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেড়া দেন। স্থানীয় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী বলেন, রশিদা এর আগেও কয়েকবার এ রাস্তা ব্যবহারে লোকজনকে বাধা দিয়েছেন। পৌর কাউন্সিলর ও কমিশনাররাও এর সমাধান করতে পারেননি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। খোকন হাজারী আরও বলেন, ঘটনাটি আমাদের অভিভাবক নিজাম হাজারী এমপিকে জানানো হয়েছে। তিনি বর্তমানে বিদেশ আছেন। দেশে ফিরে সুরাহা করে দেবেন।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
শত বছরের রাস্তায় বেড়া ভোগান্তি ৩৫ পরিবারের
জমির বেগ, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর