বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এক গ্রামে সাতজন ভাষাসৈনিক, ব্যতিক্রমী অনুষ্ঠানে স্মরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বাদে-কাপাড়া গ্রামের সাতজন ভাষাসৈনিকের স্মরণে এবরাই প্রথম নানা আয়োজন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত ড. হালিমা খাতুনসহ সাতজন ভাষাসৈনিকের বাড়ি এই গ্রামে। অন্যরা হলেন- সাবেক ছাত্রনেতা শেখ আশরাফ হোসেন, এ জেড এম দেলোয়ার হোসেন, শেখ নজিবর রহমান, শেখ মারুফুল হক, শেখ ইজাবুল হক, শহীদ বুদ্ধিজীবী শেখ হাবিবুর রহমান। এদের মধ্যে শেখ নজিবর রহমান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ভাষাসৈনিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও স্থানীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন সাতজন ভাষাসৈনিকের পরিবারের সদস্যরা। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির। কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান পল্টন বলেন, ভাষাসৈনিকরা জাতির সূর্য সন্তান। ভাষার জন্য জীবন বাজী রেখেছিলেন তারা। তাদের আন্দোলনের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলি।

সর্বশেষ খবর