শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফরিদপুরে দুদকের গণশুনানি

ফরিদপুর প্রতিনিধি

রুখব দুর্নীতি, গড়ব দেশ/হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। গতকাল সকাল ১০টায় স্থানীয় কবি জসীমউদদীন হলে এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা), দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, প্রফেসর মো. শাহজাহান প্রমুখ। গণশুনানিতে সরকারি বিভিন্ন দফতরের সেবা নিতে গিয়ে নানান বিড়ম্বনার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। গণশুনানিতে ফরিদপুর জেলার সরকারি, বেসরকারি বিভিন্ন দফতরের প্রধান, শ্রেণি-পেশার মানুষ ও সুশীলসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর