বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জমি অধিগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু। চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া। এ রেলপথ নির্মাণ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিতসহ রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর ১১২ কিলোমিটার দূরত্ব কমে আসবে। সূত্র জানায়, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ৯৫০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। রেলপথের ডাবল লাইনের জন্য এসব জমি অধিগ্রহণ করা হবে। প্রথমে ডুয়েল গেজ রেললাইন এবং পরবর্তীতে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে। রেলপথে মোট ৯টি স্টেশন তৈরি করা হবে।

 

সর্বশেষ খবর