রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিন বছর পর খুলছে জয়নগর চেকপোস্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রায় তিন বছর পর চুয়াডাঙ্গার জয়নগর (দর্শনা) চেকপোস্ট খুলে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশি পাসপোর্টধারীরা আবার এ পথে ভারতে যাতায়াত করতে পারবেন। আজ থেকে এ পথের সব ধরনের ভিসা ইস্যু হওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ভারত সরকার গেদে ভ্রমণের বিষয়টি চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দর্শনা ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা জানান, রাজশাহীর ভারতীয় হাই কমিশনারের দফতর আজ থেকে দর্শনা-গেদে স্থলপথে সব শ্রেণির যাত্রীর জন্য ভিসা ইস্যু করতে পারে। এরপর থেকেই বাংলাদেশি যাত্রীরা চলাচল করতে পারবেন। জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, দর্শনার বিপরীতে ভারতের গেদে ইমিগ্রেশন বিভাগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সংক্রান্ত একটি দাফতরিক চিঠি আসে।

 

সর্বশেষ খবর