ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের শয্যা সংকট চরমে। হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ভুক্তভোগীদের দাবি দীর্ঘদিনের। রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন পরিদর্শন করতে গেলে রোগীদের উপচেপড়া ভিড় চোখে পড়ে। হাসপাতালের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, ভর্তিকৃত রোগীদের বারান্দায়ও স্থান সংকুলান হচ্ছে না। মুন্নী নামে একজন রোগী বলেন, আমি পেটের সমস্যা নিয়ে গতকাল বিকালে এ হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কিন্থ এখনো বারান্দায় আছি, ভিতরে সিট পাইনি। মাসতুরা নামে একজন রোগীর অভিভাবক বলেন, আমার মেয়ের জ্বরসহ গুরুতর অসুস্থতা নিয়ে গতকাল রাত থেকে বারান্দায় শায়িত। সে ভিতরে সিট পায়নি। বাতাসে সে সারা রাত কাটিয়েছে। তিনি আরও বলেন, এই হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো উচিত। সিনিয়র নার্স শিল্পী পারভীন বলেন, পাবলিক মানে না। ভর্তি হয়েই সিট চায়। নার্সিং সুপারভাইজার রাখি সায়মা বলেন, বিছানা খালি না থাকায় রোগীদের ভোগান্তি হয়। বিশেষ করে ডায়রিয়া, পেটে ব্যথা ও নিওমোনিয়া রোগী ও শিশু বাচ্চাদের সমস্যা হয়। হাসপাতালের নিচ তলায় বহির্বিভাগে গিয়ে দেখা যায়, শত শত রোগীর দীর্ঘ লাইন। প্রসূতি মায়েরা তাদের বাচ্চাদের দুধ পান করানোরও পর্যাপ্ত জায়গা না থাকায় লাইনে দাঁড়িয়েই দুধ পান করাচ্ছেন কেউ কেউ।
শিরোনাম
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়