সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রোগীদের শয্যা সংকট চরমে। হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ভুক্তভোগীদের দাবি দীর্ঘদিনের। রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন পরিদর্শন করতে গেলে রোগীদের উপচেপড়া ভিড় চোখে পড়ে। হাসপাতালের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, ভর্তিকৃত রোগীদের  বারান্দায়ও স্থান সংকুলান হচ্ছে না। মুন্নী নামে একজন রোগী বলেন, আমি পেটের সমস্যা নিয়ে গতকাল বিকালে এ হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কিন্থ এখনো বারান্দায় আছি, ভিতরে সিট পাইনি। মাসতুরা নামে একজন রোগীর অভিভাবক বলেন, আমার মেয়ের জ্বরসহ গুরুতর অসুস্থতা নিয়ে গতকাল রাত থেকে বারান্দায় শায়িত। সে ভিতরে সিট পায়নি। বাতাসে সে সারা রাত কাটিয়েছে। তিনি আরও বলেন, এই হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো উচিত। সিনিয়র নার্স শিল্পী পারভীন বলেন, পাবলিক মানে না। ভর্তি হয়েই সিট চায়। নার্সিং সুপারভাইজার রাখি সায়মা বলেন, বিছানা খালি না থাকায় রোগীদের ভোগান্তি হয়। বিশেষ করে ডায়রিয়া, পেটে ব্যথা ও নিওমোনিয়া রোগী ও শিশু বাচ্চাদের সমস্যা হয়। হাসপাতালের নিচ তলায় বহির্বিভাগে গিয়ে দেখা যায়, শত শত রোগীর দীর্ঘ লাইন। প্রসূতি মায়েরা তাদের বাচ্চাদের দুধ পান করানোরও পর্যাপ্ত জায়গা না থাকায় লাইনে দাঁড়িয়েই দুধ পান করাচ্ছেন কেউ কেউ।

সর্বশেষ খবর