শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সড়কে চার জেলায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

সড়কে চার জেলায় নিহত ৬

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৬ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক আহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : কাশিয়ানীতে মঙ্গলবার দুপুরে বাসচাপায় মাদরাসা শিক্ষকসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মাদরাসা শিক্ষক ফরিদপুরের এম এ হাসিব (৫০) এবং আরোহী কাশিয়ানীর নবীর শেখ (২২) ও আবদুর রহিম (২০)।

পটুয়াখালী : ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকোনো পরিবহনের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রিয়া মনি নামে এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছেন।

নেত্রকোনা : গতকাল সকালে দুর্গাপুরে পিকনিকে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হিমেল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।

শরীয়তপুর : নড়িয়ায় গতকাল সকালে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ইমতিয়াজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর