ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ইসলামী বক্তার জিব কাটার ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে আটক করেছে। মঙ্গলবার চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। আটকরা হলেন-জাকির হোসেন জাকু (৪৮), মাহবুবুল আল শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো. আমিরুল ইসলাম রিমন (২০)। র্যাব-৯ এর অধিনায়ক মুমিনুল হক জানান, ৫ মার্চ রাতে ইসলামী বক্তা মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী (৩৮) তার এক সহযোগীসহ বিজয়নগর এলাকার দৌলতবাড়ী দরবার শরিফের মাহফিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জেলার আখাউড়া উত্তর ইউপির রামধননগর গ্রামের রেলক্রসিং এর কাছে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে। আসামিরা মাওলানা শরীফের মুখে আঘাত করলে জিব কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। তারা সঙ্গে থাকা ব্যক্তিকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে ও ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।