শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভাঙ্গায় মাঝরাতে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষ ও পাঁচটি বাড়ি, দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ২০ জন। সংঘর্ষ থামাতে পুলিশ ৩২ রাউন্ড শর্ট গানের গুলি, পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস, দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গতকাল পুলিশ বিপুল সংখ্যক ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আটক করা হয়েছে ১১ জনকে।

পুলিশ ও এলাকাবাসী জানান, তুজারপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন ওমর মাতুব্বর। অন্য পক্ষের নেতৃত্বে ওহাব ভূঁইয়া। দুই পক্ষের মধ্যে অতীতে অনেকবার সংঘাত হয়েছে। ৭ মার্চ রাতে ওহাব ভূঁইয়ার পক্ষের সাইদুল শেখকে মারধর করেন ওমর মাতুব্বর পক্ষের সিয়াম মোল্লা। পর দিন সন্ধ্যায় সাইদুল শেখকে আবারও ওমর মাতুব্বরের পক্ষের লোকজন মারধর করে। এ নিয়ে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গভীর রাতে ফের সংঘর্ষ বাধে। এ সময় ওমর মাতুব্বরের পক্ষের আবু সরদার, জাফর সরদার, ইলিয়াস সরদারের বাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। রাত ৩টা পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

সর্বশেষ খবর