শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ বাল্কহেড বালু ব্যবসায়ী সমিতি জৌকুড়া শাখার সভাপতি আজম আলী মন্ডলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সদর উপজেলার চর জৌকুড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে রাজীব সরদার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে মামলা করেছেন। আদালত ১২ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। মামলা সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ বাল্কহেড বালি ব্যবসায়ী সমিতি জৌকুড়া’ নামে একটি সমিতি গঠন করা হয়। সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিষদের সদস্য আজম আলী। ২০২০ সালে সমিতি সমাজসেবা অধিদফতরের রেজিস্ট্রেশন পায়। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের ৭ মার্চ পর্যন্ত সমিতির ১২০ জন সদস্যদের কাছ থেকে সভাপতি আজম মন্ডল ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা গ্রহণ করেছেন।

এ ছাড়া আজম গত বছর পাবনা জেলাধীন নিউচর পূর্বপাড়া মৌজার বালুমহল থেকে ৮ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা গ্রহণ করেছেন। সমিতির সদস্যরা জমা টাকা বণ্টন করে দেওয়ার অনুরোধ করলে আসামি কালক্ষেপণ করেন। ৩ মার্চ তিনি টাকা বণ্টন করে দেবেন না বলে জানিয়ে দেন। আজম আলী বলেন, আমার নামে তিনটি মামলা হয়েছে। আইনগতভাবে এগুলো মোকাবিলা করব।

সর্বশেষ খবর