মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ দগ্ধ গৃহবধূ সন্তান জন্ম দিলেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর খন্দকার ম্যানশনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে বিস্ফোরণে গুরুতর দগ্ধ গৃহবধূ অন্তঃসত্ত্বা কুলসুম বেগম (২৪) শিশু সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচার কক্ষে সিজারের মাধ্যমে এ নবজাতকের জন্ম হয়। নবজাতক অপরিণত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাতেই দগ্ধ কুলসুমের সিজার করার উদ্যোগ নিয়েছিলেন চিকিৎসকরা। সারা রাত পর্যবেক্ষণ করার পর সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় তাকে। গৃহবধূ কুলসুমের স্বামী আবদুল্লাহ আল মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জমে থাকা গ্যাস থেকেই ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কুলসুমের স্বামী আবদুল্লাহ মাসুস আরও জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী দগ্ধ হয়ে শঙ্কায় ছিল। বিষয়টি নিয়ে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে পর্যবেক্ষণে রেখেছিলেন তারা। সকালে কুলসুমের সফল অস্ত্রোপচার হয়। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই দগ্ধ নারী। সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ নবজাতকের ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে তার। তাই শিশুটিকে ঢামেকের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় মাগরিবের নামজের পর ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশনের ষষ্ঠ তলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের শিশু সন্তান খালিদ। কুলসুমের পিঠ ও শিশুর মুখ পুড়ে যায় আগুনে। তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে ওই ফ্ল্যাটসহ পাশের চারটি ফ্ল্যাটের জানালা ও লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়াস সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন সোমবার বিকালে জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, ঘরের মধ্যে জমে থাকা গ্যাস থেকেই এ ঘটনা ঘটেছে। আমরা ঘরের মধ্যে গ্যাসের সংযোগ খোলা পেয়েছি। তবে বিস্ফোরণ কীভাবে হলো তা নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর