মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুই কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার দায়ে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এন এইচ জাকির হোসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ গতকাল মামলাটি দায়ের করেন। অভিযুক্ত দুই শিক্ষক হলেন- ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। কলেজ সূত্রে জানা যায়, কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘উচ্ছ্বসিত সুবর্ণ’ নামের ম্যাগাজিনে স্থানীয় এক জামায়াত নেতার ছবিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিজ্ঞাপন ছাপানো হয়। ওই ম্যাগাজিনের দ্বিতীয় পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৃতীয় পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপানো হয়।

এতে ওই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা মামলা করেন। অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু বলেন, আমরা সত্যিকারার্থে এতটা ভাবিনি। টাকার বিনিময়ে বিজ্ঞাপন ছেপেছি তহবিল স্বল্পতার কারণে।

সর্বশেষ খবর