শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদিঘীতে ২ লাখ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। আমিনুল ওই গ্রামের দক্ষিণপাড়ার আবুল কাশেমের ছেলে। বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজরান রউফ জানান, আমিনুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। লক্ষ্মীপুর গ্রামে শাহীনের নেতৃত্বে এ চক্রের ২০-২৫ জন কাজ করেন। সম্প্রতি জমি কেনাবেচার ২ লাখ টাকা আসে চক্রের হাতে। টাকাগুলো দলনেতা শাহীনের কাছে ছিল। টাকা ভাগাভাগি নিয়ে বুধবার রাতে বৈঠক বসে। এ সময় আমিনুলের সঙ্গে শাহীনের কথা কাটাকাটি হয়। বৈঠক শেষে শাহীন ২০-২৫ জনকে নিয়ে আমিনুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে আদমদীঘি স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বাইপাস মহাসড়ক থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু (২৩) নিশ্চিন্তপুর গ্রামের আবদুল হোসেনের ছেলে।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাজু। রাতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল ভোরে মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজুর অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য রাজুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

 

সর্বশেষ খবর