শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কাটাগড়ের মেলায় এক মিষ্টি ৩০০০ টাকা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

কাটাগড়ের মেলায় এক মিষ্টি ৩০০০ টাকা

বোয়ালমারী উপজেলায় চলছে ঐতিহ্যবাহী কাটাগড়ের মেলা। এ মেলার বিশেষ আকর্ষণ বালিশ মিষ্টি। পাঁচ কেজি ওজনের একটি বালিশ মিষ্টির দাম ৩ হাজার টাকা। জানা যায়, উপজেলার কাটাগড়ে বিশাল মাঠে প্রতি বছর ২৬ মার্চ শুরু হয়ে সপ্তাহব্যাপী চলে ঐতিহ্যবাহী এ মেলা। সমাগম ঘটে লাখও মানুষের। মেলায় গত বছর থেকে প্রধান আকর্ষণ হিসেবে বালিশ মিষ্টির বেশ সুনাম ছড়িয়েছে। সর্বনিম্ন ৪০০ গ্রাম সাইজের এক পিস বালিশ মিষ্টির দাম ১০০ টাকা। আর সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। দাম যাই হোক মেলার প্রধান আকর্ষণ এ বালিশ মিষ্টি দেখতে দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারের নিউ রাজ মিষ্টান্ন ভান্ডারের মালিক রামানন্দ বিশ্বাস বলেন, স্থায়ী দোকান ছাড়াও আমরা বিভিন্ন মেলায় মিষ্টির দোকান দিই। কাটাগড় মেলার আলাদা ঐতিহ্য আছে। এখানে প্রতি বছর লাখও মানুষের সমাগম ঘটে।গতবার থেকে বালিশ মিষ্টি বিক্রি করছি। তিনি বলেন, দুই কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টির দাম ১৫০০, চার কেজির দাম ২০০০ ও পাঁচ কেজি ওজনের এক পিসের দাম ৩০০০ হাজার টাকা। এবার মোটামুটি বেচাবিক্রি ভালো। স্থানীয় রূপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ বছরও মেলার আয়তন প্রায় তিন কিলোমিটার হবে। বিভিন্ন পণ্যের ৫ হাজারের অধিক দোকান বসেছে। প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি।

সর্বশেষ খবর