দিনাজপুরের উপশহর এলাকায় ভাড়া বাসা থেকে গতকাল আরিফা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশও প্রাথমিকভাবে ধারণা করছে এটি হত্যাকান্ড। উপশহর এলাকায় স্বামী-সন্তানসহ বাস করছিলেন আরিফা।