শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় জেলা সদরের নিজ বাড়ি থেকে জ্যোতিষ চন্দ্র রায় (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষের সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গোপন তদন্তে আরও জানা যায়, তার নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানায় মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সখ্যতা গড়ে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদরের আজিজুল ইসলামের পুত্র মো. মাসুদ আলীকে (৩৯) চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে বাদীকে একটি ভুয়া নিয়োগপত্র দেয়। পরবর্তীতে বাদী নিয়োগপত্রটি ভুয়া বুঝতে পেরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, কোতোয়ালি, দিনাজপুরে একটি প্রতারণা মামলা করেন। এরই সূত্রধরে র‌্যাব-১৩, নীলফামারীর একটি দল উক্ত এজাহারনামীয় মূল আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ খবর