শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সড়কে চার শিশুসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

সড়কে চার শিশুসহ নিহত ১০

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই শিশুসহ আরও ছয়জন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : গতকাল দুপুরে বীরগঞ্জে অটোরিকশাচাপায় শিশু তনু দেবনাথ (৫) নিহত হয়েছে। এর আগে সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরাহিমপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক জসিম উদ্দিন (৪৫) মারা যান। এ ছাড়া বৃহস্পতিবার রাতে চিরিরবন্দরে মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী দুলাল (৪৫) ও গোলজার হোসেন (৪৮) নিহত হন।

বাগেরহাট : ফকিরহাটের ফলিতিতা মৎস্যবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন চালকের সহযোগী কালু মিয়া (৩৫)। নিহতের বাড়ি সাতক্ষীরার বিনেরপোতা গ্রামে।

জয়পুরহাট : সদর উপজেলার পুরানপৈল এলাকায় গতকাল দুপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নুসরাত জাহান রুমা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রুমা সদর উপজেলার পুরানাপৈল মাস্টার পাড়া গ্রামের রহুল আমিনের মেয়ে।

সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার গোয়ালগ্রাম এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল খাতুন নামে (৪২) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূ গোয়ালাগ্রাম এলাকার মৃত লাবু মিয়ার স্ত্রী।

কুষ্টিয়া : মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন আবদুর রহিম শেখ (৬০) নামে এক পাখি ভ্যানচালক।

চাঁদপুর : মতলব উত্তরে মাইক্রোবাসের ধাক্কায় বিজয় দাশ (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী গ্রামে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিজয় একই গ্রামের মরন দাসের ছেলে।

নীলফামারী : গতকাল সকালে সদর উপজেলার কচুকাটা এলাকায় ট্রাক্টর উল্টে আল আমিন হোসেন (৪) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর