রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বসুন্ধরা গ্রুপের খাদ্য উপহার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা কাজল আক্তার। কাজলের ঘর নেই, নেই ভূমিও। দুই বছর আগে পাশের মান্দারগাঁও গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ভূমি পেয়েছেন তিনি। সেখানেই স্বামী আর দুই মেয়ে নিয়ে থাকেন। কাজলের স্বামী আবদুর রহমান আগে রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করলেও এখন তিনি উপার্জনাক্ষম। আবদুর রহমানের একটি কিডনি অকেজো হয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরের একাংশ প্যারালাইজড। অসহায় পরিবারটির পাশে বসুন্ধরা গ্রুপের খাদ্য উপহার নিয়ে হাজির হয়েছে কালের কণ্ঠের শুভসংঘ। গতকাল বিকালে কাজল ও তার স্বামীর হাতে বসুন্ধরা গ্রুপের খাদ্য উপহার পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যদের হাতে খাদ্যগুলো তুলে দেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিতরণকালে মনোহরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন, শুভসংঘ কুমিল্লার সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর