ঝিনাইদহ পৌরসভার পাগলাকানাই এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনস্বার্থে স্থানীয় বাসিন্দা বিথিকা রানী দাস নামে এক নারী আদালতে মামলা করেছেন। আদালত নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দিলেও তা মানছেন না অভিযুক্তরা। স্থানীয়রা জানান, পৌরসভা ও জেলা পরিষদের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় জনসাধারণের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কের জমি দখল করে বাড়ি নির্মাণের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত সোহরাব হোসেন ঝন্টু ও তার স্ত্রী। এ ব্যাপারে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, বিষয়টি শুনেছি। আমরা দ্রুত সার্ভেয়ার পাঠিয়ে আমাদের জমি বুঝে নেব। জেলা পরিষদ সচিব সেলিম রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।