শিরোনাম
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সড়কের জমি দখল করে ভবন নির্মাণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার পাগলাকানাই এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনস্বার্থে স্থানীয় বাসিন্দা বিথিকা রানী দাস নামে এক নারী আদালতে মামলা করেছেন। আদালত নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দিলেও তা মানছেন না অভিযুক্তরা। স্থানীয়রা জানান, পৌরসভা ও জেলা পরিষদের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় জনসাধারণের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কের জমি দখল করে বাড়ি নির্মাণের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত সোহরাব হোসেন ঝন্টু ও তার স্ত্রী। এ ব্যাপারে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, বিষয়টি শুনেছি। আমরা দ্রুত সার্ভেয়ার পাঠিয়ে আমাদের জমি বুঝে নেব। জেলা পরিষদ সচিব সেলিম রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর