সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ লোহা সামগ্রীসহ দুই চোরকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার রাতে ফকিরহাট থানার কাটাখালী এলাকা থেকে চোরাই মালামাল উদ্ধার ও খুলনা থেকে দুই চোরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৫৪৯৫ কেজি লোহা সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। আটক চোর চক্রের সদস্যরা হলো পাবনা সদর উপজেলার বিপ্লব হোসনের (১৯) ও খুলনা সদরের পিকআপ ভ্যানচালক মেহেদী হাসান শান্ত (২৩)। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার  বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করে জানান, ২৮ এপ্রিল রাতে রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫ হাজার ৫০০ কেজির অধিক মূল্যবান লোহা সামগ্রী চুরি হয়।

পরে বিষয়টি র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে। শনিবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার ও খুলনাকে থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর