ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে ইদ্রিছ মিয়া (৫১) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী গাজীরভিটা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কান্দাপাড়া এলাকায় ৩০-৩৫টি বন্যহাতি খাবারের সন্ধানে ধান খেতে তাণ্ডব চালায়। কৃষকরা ফসল রক্ষায় হাতি ধাওয়া করেন। একপর্যায়ে ইদ্রিছ মিয়াকে একটি হাতি আছাড় দিয়ে পদপিষ্ট করে।