নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ এবং বগুড়ার শাহ্ ফতেহ্ আলী বাস মালিকের বিরোধে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গতকাল সকালে হঠাৎ বগুড়ার চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় শাহ্ ফতেহ্ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের জানান, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। পরে আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি। তিনি আরও বলেন, আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ-বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়ার সীমানায়। শাহ্ ফতেহ্ আলী বাসের মালিক আমিনুল ইসলাম জানান, যেহেতু সাপাহার থেকে শাহ্ ফতেহ্ আলী একটি বাস চলে সেখান থেকে আরও একটা বাস চালানোর প্রস্তাব করি। নওগাঁ বাস মালিক গ্রুপ তা প্রত্যাখ্যান করে। এরই মধ্যে হঠাৎ নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়। কিন্তু এ বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি।