শিরোনাম
শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নড়াইল প্রতিনিধি

কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কালভার্ট ভেঙে নড়াইল-কালিয়া সড়কে যান চলাচল বন্ধ -বাংলাদেশ প্রতিদিন

নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কের চাঁচুড়ী বাজারের পাশে পুরুলিয়া নামক স্থানে কালভার্ট ভেঙে যানবাহন চলাচল গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে। কালিয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী-পথচারীরা।

জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে একটি বালুভর্তি ট্রাক নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পুরুলিয়া গ্রামে নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। কালভার্ট ভেঙে পড়ার পর থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত গাড়ি ও পথচারী চলাচল করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কালভার্টের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে থাকতে দেখা গেছে। জরুরিভিত্তিতে এটি মেরামত না করলে জনদুর্ভোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নড়াইল সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সুপারভাইজার জাহিদুর রহমান বলেন, ‘কালভার্ট ভেঙে যাওয়ার খবর শুনেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার করে যান চলাচলের উপযোগী করা যাবে।’

সর্বশেষ খবর