বগুড়ার ধুনট উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে ধুনট থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। নিহত রজনী আকতার (৭) উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়ার গাজিউর রহমানের মেয়ে এবং এলাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে এলাঙ্গী বাজারের দিকে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি। মসজিদে ও বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। তার পরও সন্ধান পায় না মেলায় শুক্রবার দুপুরের দিকে রজনীর বাবা মেয়েকে ফিরে পেতে ধুনট থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে জঙ্গলে রজনীর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে। শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, পূর্বশত্রুতার জেরে রজনীকে খুন করা হতে পারে।