বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

সন্ধ্যা নদীতে বিলীন বসতঘর বাগান

পিরোজপুর প্রতিনিধি

সন্ধ্যা নদীতে বিলীন বসতঘর বাগান

নেছারাবাদে সন্ধ্যা নদীর ভাঙনের কবলে বসতভিটা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে দুই দিনে সাতটি বসতঘর ও সুপারি বাগান বিলীন হয়েছে। এ ছাড়া ভাঙন আতঙ্কে রয়েছে কয়েক শতাধিক পরিবার। সহায় সম্বল হারিয়ে নদীর তীরেই খোলা আকাশের নিচে বসে আছে ভুক্তভোগী পরিবাগুলো।

এলাকাবাসী জানায়, সোমবার বিকালে নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামের লঞ্চঘাট এলাকায় ভাঙন শুরু হয় যা মঙ্গলবার বিকাল পর্যন্ত অব্যাহত থাকে। সোমবার স্থানীয় মিজান, সেলিম মিয়া, রিয়াজ হোসেনের বসতঘর ও মঙ্গলবার সজিব, আবুল কালাম, শহিদুল ও লালু মিয়ার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া উপজেলার গণমান গ্রামের হাছেন চেয়ারম্যান বাড়ি এলাকার প্রায় এক একর পরিমাণ সুপারি বাগান ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, এই দুই দিনের ভাঙনে গতকাল রাত পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধি এখানে আসেননি, তারা কোনো খোঁজ-খবরও নেয়নি। ভুক্তভোগী শহিদুল ইসলাম নামে একজন জানান, ‘এবার ভাঙনে আমাদের সব বিলীন হয়ে গেছে নদীতে। আমাদের থাকার কোনো জায়গা নেই। পরিবার নিয়ে নদীর তীরে খোলা আকাশের নিচে বসে আছি।’ স্থানীয় ওয়ার্ড মেম্বর খাজা ফরিদ জানান, ভাঙনের ঘটনা আমি জানি, তবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা হয়নি। আমি যাব। এ ব্যাপারে নেছারাবাদ উপজেলার অ্যাসিল্যান্ড তাপস পালকে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

সর্বশেষ খবর