ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে নির্যাতনের অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে ক্লোজ করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হোসেনকে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ওসি কামাল হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন ঠাকুরগাঁও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। ওই মামলায় অভিযুক্তরা হলেন- সদর থানার ওসি কামাল হোসেন, ওসি (অপারেশন) লতিফ, এসআই খোকা চন্দ্র রায়, মোহাম্মদ হাফিজ ও এএসআই মোতালেব।