নাটোরের গুরুদাসপুরে একরামুল হক আকরাম (৬২) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু মধ্যপাড়া গ্রামের একটি আমবাগান থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। একরামুল হক আকরাম রাজশাহীর শাখমখদুম থানার চকপাড়া এলাকার কাসেম আলীর ছেলে। দীর্ঘদিন আগে সোনাবাজু মধ্যপাড়ার আবদুর রাজ্জাকের মেয়ে সাজেদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে জানতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, সকালে আমবাগানে একরামুল হকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সব জানা যাবে।