ফেনীর সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাফর ইমাম (৪০) নামে এক মাদকসেবীকে এক মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী। সাজাপ্রাপ্ত জাফর ইমাম চরমজলিশপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
চরমজলিশপুর ইউনিয়নের উত্তর চরমজলিশপুর মিয়াজির ঘাট ব্রিজ এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় স্থানীয়রা পুলিশের সহযোগিতায় জাফরকে আটক করে।