লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলামকে (১৬) হত্যার পর লাশ যেন শনাক্ত না করতে পারে সে জন্য অ্যাসিড ঢেলে মাথা ও মুখের মাংস গলিয়ে দেন প্রেমিকার বাবা সবুর শেখ। গত শুক্রবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুলকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলামের বিকৃত লাশ গত বুধবার লংকারচর গ্রামের বাগান থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে ৬ মে রাতে নিখেঁাঁজ হয়েছিল সে। ওই দিন রাত ১০টার দিকে প্রেমিকা ইয়াসমিনের ফোন পেয়ে দেখা করতে গিয়েছিল সিরাজ। ঘটনা জানতে পেরে প্রেমিকার বাবা সবুর শেখ পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।